প্রগতি সর্বজনীন পেনশন স্কিম মাসিক চাঁদার হার সম্পর্কে জানুন 100% Free কার্যকর

প্রগতি সর্বজনীন পেনশন স্কিম মাসিক চাঁদার হার সম্পর্কে জানুন
5/5 - (625 votes)

প্রগতি সর্বজনীন পেনশন স্কিম মাসিক চাঁদার হার সম্পর্কে জানুন। প্রগতি স্কিম সকল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রগতি পেনশন স্কিম। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যেকোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক প্রগতি পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। প্রগতি পেনশন স্কিম সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তর পেতে প্রগতি স্কিম ক্যাটাগরীর আর্টিকেলগুলো আপনার জন্য সহায়ক হবে।

প্রগতি স্কিম কি? 

১৮ বছর বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিকদের জন্য সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। এবং সর্বজনীন পেনশন কর্মসূচিতে প্রধানত চারটি পেনশন স্কিম রয়েছে। এরমধ্যে সবচেয়ে ব্যাপক জনপ্রিয় পেয়েছে প্রবাস পেনশন স্কিম। 

সহজ ভাষায়, সর্বজনীন পেনশন কর্মসূচিতে বেসরকারি চাকরিজীবী এবং বেসরকারি প্রতিষ্ঠানের মালিকদের যে পেনশন স্কিম সুবিধা প্রদান করা হয়েছে মূলত তাকেই প্রগতি পেনশন স্কিম বলা হয়।

প্রগতি সর্বজনীন পেনশন স্কিম কিভাবে কাজ করে?

যে সকল বাংলাদেশের নাগরিক দেশের ভিতরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতা আছেন মূলত তারা এই প্রগতি পেনশন স্কিমে আবেদন করতে পারবেন। সেই সাথে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মালিকগণ প্রগতি পেনশন স্কিমে আবেদন করতে পারবেন। চাইলে বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ৫০ শতাংশ চাঁদা দিতে পারবেন এবং উক্ত প্রতিষ্ঠানের কর্মচারীরা ৫০ শতাংশ চাঁদা দিতে পারবেন। তবে এ বিষয়টি অপশনাল রাখা হয়েছে। 

প্রগতি স্কিম: কত টাকার কিস্তিতে মাসিক কত টাকা পেনশন পাবেন

প্রগতি স্কিমে কত টাকার কিস্তিতে মাসিক কত টাকা পেনশন পাবেন এ সম্পর্কে জানতে নীচে দেয়া  টেবিল স্ট্রাকচার দেখুন।

মাসিক চাঁদার/কিস্তির পরিমাণ২,০০০ টাকা৩,০০০ টাকা৫,০০০ টাকা
চাঁদা প্রদানের মোট সময় (বছর)মাসিক পেনশনমাসিক পেনশনমাসিক পেনশন
১০৩,০৬০৪,৫৯১৭,৬৫১
১৫৫,৭৮৯৮,৬৮৩১৪,৪৭২
২০৯,৮৫৪১৪,৭৮০২৪,৬৩৪
২৫১৫,৯১০২৩,৮৬৪৩৯,৭৭৪
৩০ ২৪,৯৩২৩৭,৩৯৮৬২,৩৩০
৩৫৩৮,৩৭৪৫৭,৫৬১৯৫,৯৩৫
৪০৫৮,৪০০৮৭,৬০১১,৪৬,০০১
৪২৬৮,৯৩১১,০৩,৩৯৬১,৭২,৩২৭

প্রগতি স্কিমে ২০০০ টাকার কিস্তিতে মাসিক কত টাকা পেনশন পাবেন 

আমাদের মধ্যে অনেকেই আছে যারা উপরের টেবিল স্ট্রাকচার দেখে পেনশন স্কিমের মাসিক চাঁদের হার এবং মুনাফার হার সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারছেন না। তাদের জন্য পেনশন রিলেটেড প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পদ্ধতিতে সর্বজনীন পেনশন স্কিমের প্রগতি পেনশন স্কিমে প্রতিমাসে কত টাকা চাঁদা দিলে কত টাকা পেনশন পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

প্রগতি সর্বজনীন পেনশন স্কিম progoti pension scheme registration
প্রগতি সর্বজনীন পেনশন স্কিম

প্রশ্নঃ ১০ বছর এই স্কিমে ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ১০ বছর ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ৩,০৬০ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ১৫ বছর প্রগতি সর্বজনীন পেনশন স্কিম ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ১৫ বছর প্রগতি সর্বজনীন পেনশন স্কিম ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ৫,৭৮৯ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ২০ বছর প্রগতি সর্বজনীন পেনশন স্কিম ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ২০ বছর প্রগতি সর্বজনীন পেনশন স্কিম ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ৯,৮৫৪ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ২৫ বছর প্রগতি সর্বজনীন পেনশন স্কিম ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ২৫ বছর প্রগতি সর্বজনীন পেনশন স্কিম ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ১৫,৯১০ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ৩০ বছর ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ৩০ বছর ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ২৪,৯৩২ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ৩৫ বছর ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ৩৫ বছর ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ৩৮,৩৭৪ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ৪০ বছর ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ৪০ বছর ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ৫৮,৪০০ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ৪২ বছর ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ৪২ বছর ২০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ৬৮,৯৩১ টাকা পেনশন পাবেন।

প্রগতি স্কিমে ৩০০০ টাকার কিস্তিতে মাসিক কত টাকা পেনশন পাবেন 

প্রগতি পেনশন স্কিম | progoti pension scheme registration
প্রগতি সর্বজনীন পেনশন স্কিম

প্রশ্নঃ ১০ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ১০ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ৪,৫৯১ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ১৫ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ১৫ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ৮,৬৮৩ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ২০ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ২০ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ১৪,৭৮০ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ২৫ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ২৫ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ২৩,৮৬৪ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ৩০ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ৩০ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ৩৭,৩৯৮ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ৩৫ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ৩৫ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ৫৭,৫৬১ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ৪০ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ৪০ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ৮৭,৬০১ টাকা পেনশন পাবেন।

প্রশ্নঃ ৪২ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে কত টাকা পেনশন পাওয়া যাবে?

উত্তরঃ ৪২ বছর প্রবাস স্কিমে ৩০০০ টাকা চাঁদা দিলে প্রতিমাসে ১,০৩,৩৯৬ টাকা পেনশন পাবেন।

আরো দেখুন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe now

Give us a call or fill in the form below and we will contact you. We endeavor to answer all inquiries within 24 hours on business days.